Bengali

  BENGALI
জীবন যাচ্ছে দ্রুত! কোথায় আপনি পরে আপনি মারা যান? আপনি কি জানেন? আশা হারাবেন না!love 005
দাগ 14
61. কিন্তু তিনি চুপচাপ থাকলেন, কোন উত্তর দিলেন না৷ আবার মহাযাজক তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি সেই পরম খ্রীষ্ট পরম ধন্য, ঈশ্বরের পুত্র?’
62. যীশু বললেন, ‘হ্যাঁ, আমিই ঈশ্বরের পুত্র৷ তোমরা একদিন মানবপুত্রকে ঈশ্বরের ডানপাশে বসে থাকতে আকাশের মেঘে আবৃত হয়ে আসতে দেখবে৷’


লূক  4
40. সূর্য় অস্ত যাবার সময় লোকরা তাদের বন্ধু-বান্ধব ও পরিবারের লোকজন, যাঁরা নানা রোগে অসুস্থ ছিল তাদের যীশুর কাছে নিয়ে এল৷ যীশু তাদের প্রত্যেকের ওপরে হাত রেখে তাদের সুস্থ করলেন৷ 
41. তাদের অনেকের মধ্যে থেকে ভূত বের হয়ে এল৷ তারা চিত্‌কার করে বলতে লাগল, ‘আপনি ঈশ্বরের পুত্র৷’ কিন্তু তিনি তাদের ধমক দিলেন, তাদের কথা বলতে দিলেন না, কারণ তারা জানত য়ে তিনিই সেই খ্রীষ্ট৷  

মথি 28  পর পুনরুত্থান
18. তখন যীশু কাছে এসে তাঁদের এই কথা বললেন, “স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে।




লূক 9
18. একবার যীশু একটা নির্জন জায়গায় প্রার্থনা করছিলেন। তাঁর সংগে কেবল তাঁর শিষ্যেরাই ছিলেন। তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “আমি কে, এই বিষয়ে লোকে কি বলে?”
19. শিষ্যেরা বললেন, “কেউ কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন; কেউ কেউ বলে এলিয়; আবার কেউ কেউ বলে অনেক দিন আগেকার একজন নবী বেঁচে উঠেছেন।”
20. যীশু তাঁদের বললেন, “কিন্তু তোমরা কি বল, আমি কে?” পিতর বললেন, “আপনি ঈশ্বরের সেই মশীহ।”
21. তখন যীশু তাঁদের সাবধান করলেন এবং আদেশ দিলেন যেন তাঁরা কাউকে এই কথা না বলেন।
22. তিনি তাঁদের আরও বললেন, মনুষ্যপুত্রকে অনেক দুঃখভোগ করতে হবে। বৃদ্ধনেতারা, প্রধান পুরোহিতেরা এবং ধর্ম- শিক্ষকেরা তাঁকে অগ্রাহ্য করবেন। তাঁকে মেরে ফেলা হবে এবং তিন দিনের দিন তাঁকে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে।


যোহন 14
29. তাই এসকল ঘটার আগেই আমি এসব তোমাদের এখন বললাম, যাতে ঘটলে পর তোমরা বিশ্বাস কর৷




  http://ge.tt/9TgndbB?c     শাশ্বত জীবন শব্দ (download)


শাশ্বত জীবন শব্দ  Audio MP3(download) 


প্রশ্ন: যিশুকি ঈশ্বর? তিনি কি কখনও নিজেকে ঈশ্বর বলে দাবী করেছিলেন?

উত্তর: বাইবেলে যিশুকে কখনও “আমিই ঈশ্বর” ঠিক এই শব্দে উল্লেখ করা হয় নি। যাই হোক, তার মানে এই নয় যে তিনি প্রচার করেননি যে তিনি ঈশ্বর। উদাহরণস্বরূপ, জন 10:30, তে যিশুর বাণী “আমি এবং পিতা একই ব্যক্তি।“প্রথম দেখাতেই এটা মনে নাও হতে পারে যে ঈশ্বর রূপে দাবী করা হচ্ছে না। যাহোক, তাঁর বিবৃতিতে ইহুদীদের প্রতিক্রিয়াটি লক্ষ্য কর, “আমরা এই সব কারণে তোমাকে পাথর ছুঁড়ে মারছিনা, ইহুদীরা উত্তর দিয়েছিল, মারছি ঈশ্বরের নিন্দা করার জন্য, কারণ তুমি একজন সামান্য মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলে দাবী করছ” (জন 10:33)। ইহুদীরা বুঝেছিল যিশুর বিবৃতি হল নিজেকে ঈশ্বর বলে দাবী করার। পরের অনুচ্ছেদগুলিতে যিশু কখনও ইহুদীদের সংশোধন করেন নি এই বলে “আমি নিজেকে কখনই ঈশ্বর বলে দাবী করিনি।“ এটাই নির্দেশ করে যে যিশু সত্যই নিজেকে “আমি এবং পিতা একই ব্যক্তি” বলে ঈশ্বর রূপে প্রচার করেছিলেন (জন 10:30)। জন 8:58 হল আর একটা উদাহরণ। যিশু প্রচার করেছিলেন, আমি তোমাদেরকে সত্য বলছি, যিশু উত্তর দিয়েছিলেন, আব্রাহাম জন্মাবার আগে থেকেই আমিই আছি!” এর উত্তরে, ইহুদীরা পাথর তুলে আবার যিশুকে মারতে উদ্যত হয়েছিল (জন 8:59)।তাহলে কেন ইহুদীরা যিশুকে পাথর মারতে উদ্যত হয়েছিল যদি না এমন কিছু বলা হয়ে থাকে যাক তাদের ঈশ্বর বিশ্বাসের উপর আঘাত বলে মনে করেছিল, যেমন, নিজেকে ঈশ্বর বলে দাবী করা?

জন 1:1 অনুসারে “শব্দটি ছিল ঈশ্বর। “জন 1:14 বলেন যে “শব্দ মাংসে পরিণত হয়েছিল”। অর্থাৎ এটা পরিষ্কার করে নির্দেশ করে যে যিশু এই মাংসের মধ্যে ঈশ্বর রূপে ছিছেন। অ্যাক্ট 20:28 আমাদের বলে , “...ঈশ্বরের গীর্জার যাজক হও, যেটা তিনি নিজের রক্তের সঙ্গে বয়ে এনেছিলেন। “কে নিজের রক্ত দিয়ে গীর্জাকে কিনেছিলেন? যিশুখ্রিষ্ট। অ্যাক্ট 20:28 প্রচার করে যে ঈশ্বর নিজের রক্তের দ্বারা গীর্জাকে কিনেছিলেন। অতএব, যিশুই ঈশ্বর!

যিশুর শিষ্য থমাস, যিশুর সম্বন্ধে প্রচার করেছিলেন, “প্রভু এবং আমার ঈশ্বর” বলেন (জন 20:28)। যিশু তাঁকে সংশোধন করেন নি। তিতাস 2:13 আমাদেরকে আমাদের ঈশ্বর এবং পরিত্রাতা – যিশুখ্রিষ্টের আগমনের জন্য অপেক্ষা করতে উৎসাহিত করেন(2 পিটার 1:1 দেখুন)। হিব্রুস 1:8 এ ফাদার যিশুর সম্বন্ধে প্রচার করেছিলেন, “কিন্তু পুত্র সর্ম্পকে তিনি বলেন, “হে ঈশ্বর , আপনার সিংহাসন অনন্তকাল ধরে চিরস্থায়ী হবে, এবং ন্যয়পরায়ণতা আপনার রাজ্যের রাজদন্ড হবে”।

পুনরুত্থানের সময়ে একজন দেবদূত অ্যাপস্টেল জনকে কেবলমাত্র ঈশ্বরেরই পূজা করার নির্দেশ দিয়েছিলেন(রেভেলুসান 19:10)। ধর্মগ্রন্থে যিশু বহু সময়েই পূজা পেয়েছেন (ম্যাথিউ 2:11; 14:33; 28:9, 17; লিউক 24:52; জন 9:38)। তিনি কখনও ব্যক্তিদেরকে তার পূজা করার জন্য দোষারোপ করেননি। যদি তিনি ঈশ্বর না হতেন, তাহলে লোকেদেরকে বলতেন তাঁকে পূজা না করতে, দেবদূত পুনরুত্থানের সময়ে যেমন করেছিলেন। ধর্মগ্রন্থের বিভিন্ন অনুচ্ছেদে এবং পঙতিতে যিশুর ঐশ্বরীয় তত্ত্বের যুক্তি দেওয়া আছে।

যিশু যে ঈশ্বরই ছিলেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে যদি তিনি ঈশ্বর না হতেন তাহলে তাঁর মৃত্যুকে সমগ্র পৃথিবীর পাপের শাস্তির মূল্য হিসাবে মেটাতে হত না (জন 2:2 এর 1) একমাত্র ঈশ্বরই এই অনন্ত শাস্তির মূল্য মিটিয়ে দিতে পারেন। একমাত্র ঈশ্বরই পৃথিবীর পাপকে ধারণ করতে পারেন (2 কোরিন্থিয়ানস 5:21), মরতে পারেন, এবং পুনরুত্থিত হন – মৃত্যু ও পাপের উর্ধ্বে তাঁর জয়কে প্রমাণ করতে।






প্রশ্ন: খ্রীষ্টের দেবত্ব কি বাইবেল সমর্থিত?

উত্তর: যীশুখ্রীষ্টের নিজের সম্পর্কে নির্দিষ্ট দাবিগুলোর সাথে, তাঁর শিষ্যরা তাঁর দেবত্বকেও স্বীকার করেছে৷ তারা দাবি করে যে, প্রভূ যীশুর পাপ ক্ষমা করার অধিকার আছে – যা শুধুমাত্র ঈশ্বরই করতে পারেন – কারন ভগবানের মত যিনি পাপের দ্বারা মর্মাহত হন (অ্যাক্টস্ 5:31; কোলোসিয়ান্‍স 3:13; জেরেমিয়া 31:34)৷ শেষের দাবিটির সাথে নিকট সম্পর্কযুক্ত হল, যীশু খ্রীষ্টই তিনি যিনি পারবেন “জীবিত এবং মৃতকে বিচার করতে” (2 টিমোথি 4:1)৷ থমাস্ চিৎকার করে যীশু খ্রীষ্টকে বলেছে, “আমার প্রভূ এবং আমাক ঈশ্বর!” (জন্ 20:28)৷ পল্ বলেছেন “মহান ঈশ্বর এবং মুক্তিদাতা” (টাইটাস 2:13) এবং এও নির্দেশ করেছেন যে, পুনর্জন্মের পূর্বে যীশু “ঈশ্বরের আকারে” বিরাজমান ছিলেন (ফিলিপিয়ান্‍স 2:5-8)৷ ঈশ্বর বা পিতা প্রভূ যীশু সম্পর্কে বলেছেন, “আপনার রাজসিংহাসন, হে ঈশ্বর চিরকাল এবং সবসময়ের জন্য বিদ্যমান থাকবে” (হিব্রু 1:8)৷ জন্ বলে যে, “সৃষ্টির আদিতে ছিল শব্দ, এবং শব্দ ছিল ঈশ্বরের সাথে, এবং শব্দই ছিল [যীশু] ঈশ্বর” (জন্ 1:1)৷ ধর্মগ্রন্থের উদাহরণগুলি আমাদের শেখায় যে খ্রীষ্টের দেবত্ব অসীম (দেখ রেভেলেশান 1:17, 2:8, 22:13; কোরিন্থিয়ান্‍স 10:4; 1 পিটার 2:6-8; স্লাম 18:2; 1 পিটার 5:4; হিব্রুস্ 13:20), এমনকি উপরোক্ত যে কোনো একটি অংশও প্রমান করার জন্য যথেষ্ট যে প্রভূ খ্রীষ্টের শিষ্যরা তাঁকেই ঈশ্বর হিসেবে মেনে নিয়েছিলেন৷

ওল্ড টেস্টামেন্টে প্রভূ যীশুকে যে অদ্বিতীয় উপাধি দেওয়া হয়েছে তা হল YHWH (ঈশ্বরের পোশাকি নাম)৷ ওল্ড টেস্টামেন্টের উপাধি “ত্রানকর্তা” (স্লাম 130:7; হোসিয়া 13:14) নিই টেস্টামেন্টেও যীশুর জন্য ব্যবহৃত হয়েছে (টাইটাস 2:13; রেভেলেশান 5:9)৷ ম্যাথিউ 1-এ যীশুকে বলা হয়েছে ইম্যানুয়েল - “ঈশ্বর আমাদের সহায়”৷ সেজারিয়া 12:10-এ তিনি অর্থাৎ YHWH বলেন যে “তারা আমাকে মানবে যাঁকে তারা ক্ষতবিক্ষত করেছে৷” কিন্তু নিউ টেস্টামেন্ট এই তত্ত্বকে যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার জন্য প্রয়োগ করে (জন্ 19:37; রেভেলেশান 1:7)৷ যদি ইনি YHWH হন যিনি ক্ষতবিক্ষত এবং মান্য হয়েছেন, এবং যীশুর তিনি যিনি ক্ষতবিক্ষত এবং মান্য হয়েছেন, তবে যীশুই হলেন YHWH৷ ফিলিপিয়ান্‍স 2:10-11-তে পল্ ইশা 45:22-23 বলেছেন যা খ্রীষ্টের জন্য প্রয়োগ করা হয়েছে৷ আবার, ঈশ্বরের প্রার্থনার সময় ঈশ্বরের সাথে প্রভূ যীশুর নামও নেওয়া হয় “তোমাদের জন্য আশীর্ব্বাদ এবং শান্তি আমাদের পিতা অর্থাৎ ঈশ্বর এবং প্রভূ যীশুর পক্ষ থেকে” (গ্যালাটিয়ান্‍স 1:3; এফেসিয়ান্‍স 1:2)৷ যদি যীশু দেবতা না হন তবে ঈশ্বরের নিন্দা হবে৷ যীশু খ্রীষ্টান ধর্ম গ্রহণকারীদের উদ্দেশ্যে যে নির্দেশ দিয়েছেন সেখানেও ঈশ্বরের নামের সাথে প্রভূ যীশুর নাম উচ্চারিত হয়েছে “পিতা, এবং পুত্র, এবং পবিত্র আত্মার উদ্দেশ্যে [একক]” (ম্যাথিউ 28:19; 2 কোরিন্থিয়ান্‍স 13:14-ও দেখুন)৷

যে কার্য শুধুমাত্র ঈশ্বরের দ্বারা সিদ্ধ হয় তার দায়িত্ব প্রভূ যীশুকে দেওয়া হয়েছে৷ প্রভূ যীশু শুধুমাত্র মৃত্যুকে জয় (জন্ 5:21, 11:38-44) এবং পাপ ক্ষমা (অ্যাক্টস্ 5:31, 13:38) করেননি, তিনি এই বিশ্বকে সৃষ্টি করেছেন এবং ধরে রেখেছেন (জন্ 1:2; কোলোসিয়ান্‍স 1:16-17)৷ এটা আরো স্পষ্টভাবে বোঝা যায় যখন কেউ ভাবে যে YHWH বলেছেন যে এই সৃষ্টিকার্যের সময় তিনি একা ছিলেন (ইশা 44:24)৷ আবার প্রভূ যে সকল গুণ আছে তা কেবল দেবতারই থাকতে পারে : অমরত্ব (জন্ 8:58), সর্বত্র বিরাজমানতা (ম্যাথিউ 18:20, 28:20), সর্বজ্ঞতা (ম্যাথিউ 16:21) এবং সর্বশক্তিমানতা (জন্ 11:38-44)৷

এখন ঈশ্বর হিসেবে নিজেকে দাবি করা বা কাউকে বোকা বানানো এক বিষয় আর এই ঘটনাকে প্রমান করা সম্পূর্ণ অন্য বিষয়৷ প্রভূ যীশু খ্রীষ্ট আমাদের অনেক অলৌকিক ঘটনা দেখিয়েছেন যা থেকে তাঁর দেবত্ব প্রমানিত হয়৷ যীশুর কয়েকটি অলৌকিক ঘটনা হল, জলকে মদিরায় পরিনত করা (জন্ 2:7), জলের ওপর দিয়ে হাঁটা (ম্যাথিউ 14:25), শারিরীক বস্তুর একাধিককরণ (জন্ 6:11), অন্ধকে (জন্ 9:7), খোঁড়াকে (মার্ক 2:3), এবং অসুস্থকে (ম্যাথিউ 9:35; মার্ক 1:40-42) সুস্থ করা, এমনকি মানুষকে মৃত্যু থেকে বাঁচিয়ে তোলা (জন্ 11:43-44; লিউক 7:11-15; মার্ক 5:35)৷ তাছাড়া প্রভূ যীশু নিজের মৃত্যু থেকে ফিরে এসেছিলেন৷ প্যাগান পুরানেও মৃত এবং মৃত্যু থেকে উত্তরণ প্রাপ্ত ভগবানের কথা আছে, কিন্তু অন্য কোনো ধর্মে যীশুর পুনরুত্থানের মত এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নেই এবং কোনো দাবিই ধর্ম-সম্মতভাবে দৃঢ়তা দেখাতে পারেনি৷

যীশু সম্পর্কে অন্তত বারোটি ঐতিহাসিক ঘটনা রয়েছে যা কিনা অ-খ্রীষ্টীয় সমালোচক পণ্ডিতগনও মেনে নেবেন :

1.যীশু ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেছিলেন৷

2.তাঁকে কবর দেওয়া হয়েছিল৷

3.তাঁর মৃত্যুতে শিষ্যরা হতাশ হয়েছিল৷

4.যীশুকে কবর দেওয়ার কিছুদিন পর তাঁর সেই কবর খালি অবস্থায় আবিষ্কৃত হয় (অথবা খালি অবস্থায় আবিষ্কার করার দাবি করা হয়)৷

5.শিষ্যরা বিশ্বাস করে যে তারা কবর থেকে প্রভূ যীশুর উঠে আসার ঘটনাকে প্রত্যক্ষ করেছে৷

6.এই ঘটনার পর শিষ্যরা সন্দেহপরায়ণ থেকে কঠোর বিশ্বাসীতে পরিবর্তিত হয়েছে৷

7.পূর্ববর্তী সময়ে গীর্জায় এই বার্তাটিই ছিল ধর্মোপদেশের মূল কথা৷

8.জেরুজালেমে এই বার্তাই ছিল ধর্মোপদেশ৷

9.এই ধর্মোপদেশের ফলে গীর্জার উৎপত্তি হয় এবং তা বৃদ্ধি পায়৷

10.পুনরুত্থানের দিন রবিবার, (শনিবার) সব্বাথকে পরিবর্তিত করে প্রার্থনা বা অর্চনার দিন হয়ে ওঠে৷

11.জেম্‍স একজন নাস্তিক, খ্রীষ্টান ধর্মে ধর্মান্তরিত হয় যখন সেও বিশ্বাস করে যে সে পুনরুত্থিত যীশুকে দেখেছে৷

12.পল্, খ্রীষ্টান ধর্মের শত্রু, ধর্মান্তরিত হয় যখন সে যীশুর পুনরুত্থিত হওয়ার ঘটনাকে প্রত্যক্ষ করে

এমনকি কেউ যদি এই নির্দিষ্ট তালিকা লক্ষ্য করতে চায়, তবে গস্‍পেল্‍কে প্রতিষ্ঠিত করতে এবং প্রভূ যীশুর পুনরুত্থানকে প্রমান করতে কয়েকটি ঘটনাই যথেষ্ট : প্রভূর মৃত্যু, তাঁকে কবর দেওয়া, তাঁর পুনরুত্থান এবং আবির্ভাব (1 কোরিন্থিয়ান্‍স 15:1-5)৷ হয়ত কিছু তত্ত্ব আছে যা ওপরের ঘটনাগুলিকে বর্ণনা করতে পারে, তবে শুধুমাত্র পুনরুত্থানের ঘটনাই সব কিছুকে নস্যাৎ করে দিতে পারে৷ সমালোচকেরা মেনে নিয়েছেন যে শিষ্যরা পুনরুত্থিত যীশুকে দেখার দাবি করেছেন৷ যেভাবে পুনরুত্থান ঘটেছে তা মানুষকে পরিবর্তিত করেছে তাই এই দাবি মিথ্যাও নয় বা দৃষ্টিভ্রমও নয়৷ প্রথমত, তারা এর ফলে কি অর্জন করতে পারত? খ্রীষ্টান ধর্ম জনপ্রিয় ছিল না তাই তারা অবশ্যই এই কাজ করে অর্থ উপার্জন করতে পারত না৷ দ্বিতীয়ত, মিথ্যেবাদীরা ভালো শহীদ হওয়ারও যোগ্য নয়৷ তাই শিষ্যদের জন্য এই পুনরুত্থানের ঘটনা বর্ণনা করার একমাত্র কারন ছিল বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করা৷ হ্যাঁ, বহু মানুষ এমন মিত্যের জন্য প্রান দেয় যা তারা সত্যি বলে মনে করে, কিন্তু যা তারা মিথ্যে হিসেবে জানে তার জন্য প্রান দেয় না৷

শেষে বলা যায়, যীশু দাবি করেছেন তিনিই YHWH, যে তিনিই দেবতা (শুধুমাত্র “ঈশ্বর” নন, আসল ঈশ্বর); তাঁর অনুগামীরা (জিউস যে কিনা মূর্তিপূজার ঘোরতর বিরোধী) তাঁকে বিশ্বাস করে এবং ঈশ্বর হিসেবে নির্দেশ করে৷ পুনরুত্থানের মত অলৌকিক এবং পৃথিবীকে বদলে দেওয়ার মত ঘটনার মাধ্যমে যীশু নিজের দেবত্ব প্রমান করেছেন৷ অন্য কোনো বিষয়ই এই ঘটনাকে বর্ণনা করতে পারে না৷ হ্যাঁ, প্রভূ যীশুর দেবত্ব বাইবেল সমর্থিত৷

 

 




 
যোহন 10  প্রায় 2000 বছর আগে, যীশু খ্রীষ্ট দ্বারা সতর্কবার্তা দেওয়া:
27. আমার মেষগুলো আমার ডাক শোনে। আমি তাদের জানি আর তারা আমার পিছনে পিছনে চলে।
28. আমি তাদের অনন্ত জীবন দিই। তারা কখনও বিনষ্ট হবে না এবং কেউই আমার হাত থেকে তাদের কেড়ে নেবে না।
29. আমার পিতা, যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সকলের চেয়ে মহান। কেউই পিতার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে না।
30. আমি আর পিতা এক।“

31. ইহুদীরা তাঁকে মারবার জন্য আবার পাথর তুলল৷
32. যীশু তাদের বললেন, ‘পিতার শক্তিতে আমি অনেক ভাল কাজ করেছি, তার মধ্যে কোন্ কাজটার জন্য তোমরা পাথর মারতে চাইছ?’
33. ইহুদীরা এর উত্তরে তাঁকে বলল, ‘তুমি য়ে সব ভাল কাজ করেছ, তার জন্য আমরা তোমায় পাথর মারতে চাইছি না৷ কিন্তু আমরা তোমাকে পাথর মারতে চাইছি এই জন্য য়ে, তুমি ঈশ্বর নিন্দা করেছ৷ তুমি একজন মানুষ, অথচ নিজেকে ঈশ্বর বলে দাবী করছ৷’

করেছে কে শাশ্বত জীবন দেবে শক্তি? যিশুখ্রিষ্ট!






লূক 5  প্রভু যীশু খ্রীষ্ট:
20. যীশু তাদের বিশ্বাস দেখে বললেন, “বন্ধু, তোমার পাপ ক্ষমা করা হল।”
21. এতে ধর্ম-শিক্ষক ও ফরীশীরা মনে মনে ভাবতে লাগলেন, “এই লোকটা কে, যে ঈশ্বরকে অপমান করছে? ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে?”
22. তাঁরা মনে মনে কি চিন্তা করছিলেন যীশু তা বুঝতে পেরে বললেন, “আপনারা মনে মনে কেন ঐ কথা ভাবছেন?
23. কোন্‌টা বলা সহজ, ‘তোমার পাপ ক্ষমা করা হল,’ না ‘তুমি উঠে হেঁটে বেড়াও’?
24. কিন্তু আপনারা যেন জানতে পারেন পৃথিবীতে পাপ ক্ষমা করবার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে”-এই পর্যন্ত বলে তিনি সেই অবশ-রোগীকে বললেন, “আমি তোমাকে বলছি, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে বাড়ী চলে যাও।“

25. আর লোকটি সঙ্গে সঙ্গে তাদের সামনে উঠে দাঁড়াল আর য়ে খাটিযার ওপর সে শুয়েছিল তা তুলে নিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বাড়ি চলে গেল৷

কে শক্তি হয়, পাপ ক্ষমা করার? যীশু খ্রীষ্ট প্রভু!




 
যোহন 11
39. যীশু বললেন, “পাথরখানা সরাও।” যিনি মারা গেছেন তাঁর বোন মার্থা যীশুকে বললেন, “প্রভু, এখন দুর্গন্ধ হয়েছে, কারণ চার দিন হল সে মারা গেছে।”
40. যীশু মার্থাকে বললেন, “আমি কি তোমাকে বলি নি, যদি তুমি বিশ্বাস কর তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে?”
41. তখন লোকেরা পাথরখানা সরিয়ে দিল। যীশু উপরের দিকে তাকিয়ে বললেন, “পিতা, তুমি আমার কথা শুনেছ বলে আমি তোমাকে ধন্যবাদ দিই।
42. অবশ্য আমি জানি সব সময়ই তুমি আমার কথা শুনে থাক। কিন্তু যে সব লোক চারপাশে দাঁড়িয়ে আছে তারা যেন বিশ্বাস করতে পারে যে, তুমি আমাকে পাঠিয়েছ, সেইজন্যই এই কথা বললাম।”
43. এই কথা বলবার পরে যীশু জোরে ডাক দিয়ে বললেন, “লাসার, বের হয়ে এস।”
44. যিনি মারা গিয়েছিলেন তিনি তখন কবর থেকে বের হয়ে আসলেন। তাঁর হাত-পা কবরের কাপড়ে জড়ানো ছিল এবং তাঁর মুখ রুমালে বাঁধা ছিল। যীশু লোকদের বললেন, “ওর বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও। ফরীশীদের ষড়যন্ত্র
45. মরিয়মের কাছে যে সব যিহূদীরা এসেছিল তাদের মধ্যে অনেকেই যীশুর এই কাজ দেখে তাঁর উপর বিশ্বাস করল।

কে শক্তি হয়, এই মৃত মানুষের জীবিত? যীশু খ্রীষ্ট প্রভু!




 
লূক 24
33. তখনই সেই দু’জন উঠে যিরূশালেমে গেলেন এবং সেই এগারোজন শিষ্য ও তাঁদের সংগে অন্যদেরও এক জায়গায় দেখতে পেলেন।
34. প্রভু যে সত্যিই জীবিত হয়ে উঠেছেন এবং শিমোনকে দেখা দিয়েছেন তা নিয়ে তখন তাঁরা আলোচনা করছিলেন।
35. সেই দু’জন শিষ্য রাস্তায় যা হয়েছিল তা তাঁদের জানালেন। তাঁরা আরও জানালেন, তিনি যখন রুটি টুকরা টুকরা করছিলেন তখন কেমন করে তাঁরা তাঁকে চিনতে পেরেছিলেন।
36. সেই শিষ্যেরা যখন এই কথা বলছিলেন তখন যীশু নিজে তাঁদের মধ্যে এসে দাঁড়িয়ে তাঁদের সবাইকে বললেন, “তোমাদের শান্তি হোক।”
37. তাঁরা ভূত দেখছেন ভেবে খুব ভয় পেলেন।
38. যীশু তাঁদের বললেন, “কেন তোমরা অস্থির হচ্ছ আর কেনই বা তোমাদের মনে সন্দেহ জাগছে?
39. আমার হাত ও পা দেখ। দেখ, এ আমি। আমাকে ছুঁয়ে দেখ, কারণ ভূতের তো আমার মত হাড়-মাংস নেই।”
40. এই কথা বলে যীশু তাঁর হাত ও পা তাঁদের দেখালেন।
41. কিন্তু তাঁরা এত আশ্চর্য ও আনন্দিত হয়েছিলেন যে, বিশ্বাস করতে পারছিলেন না। তখন যীশু তাঁদের বললেন, “তোমাদের এখানে কি কোন খাবার আছে?”
42. তাঁরা তাঁকে এক টুকরা ভাজা মাছ দিলেন।
43. তিনি তা নিয়ে তাঁদের সামনেই খেলেন।
44. তারপর তিনি তাঁদের বললেন, “আমি যখন তোমাদের সংগে ছিলাম তখন বলেছিলাম, মোশির আইন-কানুনে, নবীদের লেখায় ও গীতসংহিতার মধ্যে আমার বিষয়ে যে যে কথা লেখা আছে তার সব পূর্ণ হতেই হবে।”
45. পবিত্র শাস্ত্র বুঝবার জন্য তিনি শিষ্যদের বুদ্ধি খুলে দিলেন এবং তাঁদের বললেন,
46. “লেখা আছে, মশীহকে কষ্ট ভোগ করতে হবে এবং তিন দিনের দিন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে।
47. আরও লেখা আছে, যিরূশালেম থেকে আরম্ভ করে সমস্ত জাতির কাছে মশীহের নামে এই খবর প্রচার করা হবে যে, পাপ থেকে মন ফিরালে পাপের ক্ষমা পাওয়া যায়।

48. 49. আমার পিতা যা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব; কিন্তু তোমরা য়ে পর্যন্ত না উর্দ্ধ থেকে আসা শক্তি পরিধান করছ, সেই পর্যন্ত এই শহরেই থাক৷
50. এরপর যীশু তাঁদের বৈথনিযা পর্যন্ত নিয়ে গেলেন এবং হাত তুলে তাদের আশীর্বাদ করলেন৷
51. তিনি আশীর্বাদ করতে করতে তাঁদের ছেড়ে আকাশে উঠে য়েতে লাগলেন আর স্বর্গে উন্নীত হলেন৷
52. শিষ্যরা যীশুকে প্রণাম জানিয়ে মহানন্দের সঙ্গে জেরুশালেমে ফিরে গেলেন৷
53. আর সর্বক্ষণ মন্দিরে উপস্থিত থেকে ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন৷ 


লর্ড যীশু খ্রীষ্টের বিশ্বাস, এবং তাঁর হাতে আপনার জীবন, করা এবং তিনি ঈশ্বরের রাজত্বে লিখুন অধিকার আপনাকে কারণ আপনি তাঁর নাম বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের একটি সন্তান হবে. আপনার পাপের আপনি চিরকালের জন্য জাহান্নাম নিন্দা. থেকে ঈশ্বরের ক্রোধ অব্যাহতি চান? ঈশ্বরের প্রেম জানতে চান?






যোহন 3love 005
16. “ঈশ্বর মানুষকে এত ভালবাসলেন যে, তাঁর একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়।
17. ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তাঁর পুত্রকে জগতে পাঠান নি, বরং মানুষ যেন পুত্রের দ্বারা পাপ থেকে উদ্ধার পায় সেইজন্য তিনি তাঁকে পাঠিয়েছেন।
18. যে সেই পুত্রের উপরে বিশ্বাস করে তার কোন বিচার হয় না, কিন্তু যে বিশ্বাস করে না তাকে দোষী বলে আগেই স্থির করা হয়ে গেছে, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের উপরে বিশ্বাস করে নি।


Hebrews 9
27. মানুষের জন্য একবার মৃত্যু এবং মৃত্যুর পর তাঁর বিচার হয়৷


১ যোহন 1
10. যদি বলি আমরা পাপ করি নি তবে আমরা তাঁকে মিথ্যাবাদী বানাই, আর তাঁর বাক্য আমাদের অন্তরে নেই।


যোহন 8
24. তাই আমি আপনাদের বলেছি, আপনারা আপনাদের পাপের মধ্যে মরবেন। যদি আপনারা বিশ্বাস না করেন যে, আমিই সেই, তবে আপনাদের পাপের মধ্যেই আপনারা মরবেন।”





love 005
১ যোহন 4
10. আমরা যে ঈশ্বরকে ভালবেসেছিলাম তা নয়, কিন্তু তিনি আমাদের ভালবেসে তাঁর পুত্রকে পাঠিয়ে দিয়েছিলেন, যেন পুত্র তাঁর নিজের জীবন-উৎসর্গের দ্বারা আমাদের পাপ দূর করে ঈশ্বরকে সন্তুষ্ট করেন। এটাই হল ভালবাসা।

প্রেরিত 10
42. তিনি আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা যিহূদীদের কাছে প্রচার করি এবং সাক্ষ্য দিই যে, ঈশ্বর তাঁকেই জীবিত ও মৃতদের বিচারকর্তা হিসাবে নিযুক্ত করেছেন।
43. সব নবীরাই তাঁর বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছেন যে, তাঁর উপরে যারা বিশ্বাস করে তারা প্রত্যেকে তাঁর গুণে পাপের ক্ষমা পায়।”






http://www.4shared.com/file/sz14D0u4/Bengali.html     শাশ্বত জীবন শব্দ (download)
 ঈশ্বরের
http://etabetapi.com/read/bennt/John/1



GOD's Love Letter
www.youtube.com/watch?v=Tx5G6x3g4Ew
   - English -


 love 005
যোহন 14 
6. যীশু থোমাকে বললেন, “আমিই পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না।

আবিষ্কার 21
8. কিন্তু জ্বলন্ত আগুন ও গন্ধকের হ্রদের মধ্যে থাকাই হবে ভীতু, অবিশ্বাসী, ঘৃণার যোগ্য, খুনী, ব্যভিচারী, যাদুকর, প্রতিমাপূ জাকারী এবং সব মিথ্যাবাদীদের শেষ দশা। এটাই হল দ্বিতীয় মৃত্যু।”

মথি 5
11. “তোমরা ধন্য, যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে ও অত্যাচার করে এবং মিথ্যা করে তোমাদের নামে সব রকম মন্দ কথা বলে।
12. তোমরা আনন্দ কোরো ও খুশী হোয়ো, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। তোমাদের আগে যে নবীরা ছিলেন লোকে তাঁদেরও এইভাবে অত্যাচার করত। শিষ্যেরা লবণ ও আলোর মত (মার্ক

যোহন 20
31. কিন্তু এই সব লেখা হল যাতে তোমরা বিশ্বাস কর যে, যীশুই মশীহ, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করে যেন তাঁর মধ্য দিয়ে জীবন পাও।



love 005
গীতসংহিতা 94
11. সদাপ্রভু মানুষের সব চিন্তা জানেন; তিনি জানেন যে, সে সবই নিষ্ফল।

মথি 4
17. সেই সময় থেকে যীশু এই বলে প্রচার করতে লাগলেন, “পাপ থেকে মন ফিরাও, কারণ স্বর্গ-রাজ্য কাছে এসে গেছে।” শিষ্য-গ্রহণ (মার্ক

ভবিষ্যৎবাণী, প্রায় প্রভু যীশু খ্রীষ্টের, পূর্বে পৃথিবীতে তাঁর আগামী

গীতসংহিতা 22
16. আমার চারপাশে একদল দুষ্ট লোক কুকুরের মত করে আমাকে ঘিরে ধরেছে; তারা আমার হাত ও পা বিঁধেছে।



Isaiah 53
5. কিন্তু আমাদেরই ভুল কাজের জন্য তাকে আহত হতে হয়েছিল| আমাদের পাপের জন্য সে ক্ষত-বিক্ষত হয়েছিল| আমাদের কাঙ্খিত শাস্তি সে পেয়েছিল| তার আঘাতের জন্য আমাদের আঘাত সেরে উঠেছিল|


সখরিয় 12
10. আমি দায়ূদের ও পরিবারের সদস্যদের এবং জেরুশালেমে বাসকারী লোকেদের আমি ক্ষমাশীল ও দয়ায় ভরা আত্মা দেব| তারা আমার দিকে তাকাবে, সেই একজন যাকে তারা বিদ্ধ করেছিল এবং তারা বিলাপ করবে| একমাত্র পুত্রের বিয়োগে লোকে য়েমন শোক করে তারা সেরকম তীব্রভাবে কাঁদবে| একজনের প্রথমজাত পুত্রের মৃত্যুতে লোকে য়েমন শোক করে, তারা তেমনই শোক করবে|





Revelation 1
7. দেখ, তিনি মেঘের সংগে আসছেন। প্রত্যেকটি চোখ তাঁকে দেখবে; যারা তাঁকে বিঁধেছিল তারাও দেখবে এবং পৃথিবীর সমস্ত জাতি তাঁর জন্য জোরে জোরে কাঁদবে। তা-ই হোক, আমেন।

Javāba hai, aura bā'ibala bhaviṣyavāṇī - satyāpana - saccā'ī kē li'ē khōja, banda karō ḍimāga dhōnēvālā!
www.answering-islam.org/Testimonies/walid.html

love 005
 
www.answering-islam.org/Walid/index.htm
  (english)  Amazing !



http://www.endoftimes.webs.com/  English - video

যোহন 5
25. আমি আপনাদের সত্যি বলছি, এমন সময় আসছে, বরং এখনই এসেছে, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের গলার স্বর শুনবে এবং যারা শুনবে তারা জীবিত হবে।
26. এর কারণ হল, পিতা নিজে যেমন জীবনের অধিকারী তেমনি তিনি পুত্রকেও জীবনের অধিকারী হতে দিয়েছেন।
27. পিতা পুত্রকে মানুষের বিচার করবার অধিকার দিয়েছেন, কারণ তিনি মনুষ্যপুত্র।
28. এই কথা শুনে আশ্চর্য হবেন না, কারণ এমন সময় আসছে, যারা কবরে আছে তারা সবাই মনুষ্যপুত্রের গলার স্বর শুনে বের হয়ে আসবে।
29. যারা ভাল কাজ করেছে তারা জীবন পাবার জন্য উঠবে, আর যারা অন্যায় কাজ করে সময় কাটিয়েছে তারা শাস্তি পাবার জন্য উঠবে।

মথি 6
7. “যখন তোমরা প্রার্থনা কর তখন অযিহূদীদের মত অর্থহীন কথা বার বার বোলো না। অযিহূদীরা মনে করে, বেশী কথা বললেই ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন।
8. তাদের মত কোরো না, কারণ তোমাদের পিতার কাছে চাইবার আগেই তিনি জানেন তোমাদের কি দরকার।
9. এইজন্য তোমরা এইভাবে প্রার্থনা কোরো: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক।
10. তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক।
11. যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও।
12. যারা আমাদের উপর অন্যায় করে, আমরা যেমন তাদের ক্ষমা করেছি তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা কর।
13. আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিয়ো না, বরং শয়তানের হাত থেকে রক্ষা কর।


লূক 21
11. ভীষণ ভূমিকমপ হবে এবং ভিন্ন ভিন্ন জায়গায় দুর্ভিক্ষ ও মড়ক হবে। এছাড়া আকাশে এমন সব ঘটনা ঘটবে ও চিহ্ন দেখা যাবে যা ভীষণ ও ভয়ংকর।

মথি 24
7. এক জাতি অন্য জাতির বিরুদ্ধে এবং এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। অনেক জায়গায় দুর্ভিক্ষ ও ভূমিকমপ হবে।

2000 বছর আগে, যিশুখ্রিষ্ট সতর্ক:
লূক 21
8. উত্তরে যীশু বললেন, “দেখো, কেউ যেন তোমাদের না ঠকায়, কারণ অনেকে আমার নাম নিয়ে এসে বলবে, ‘আমিই মশীহ’ এবং ‘সময় কাছে এসেছে।’ তাদের পিছনে যেয়ো না।

মথি 24
24. কারণ তখন অনেক ভণ্ড মশীহ ও ভণ্ড নবী আসবে এবং বড় বড় আশ্চর্য ও চিহ্ন- কাজ করবে যাতে সম্ভব হলে ঈশ্বরের বাছাই করা লোকদেরও তারা ঠকাতে পারে।


INDIA - Bengali, Assamese, Oryia, Punjabi, Nepali...etc   AUDIO sermons - ऑडियो उपदेश
http://www.radio882.com/download_bengali.htm